শুভ জন্মদিন খন্দকার সালাউদ্দিন রানা নির্বাহী সম্পাদক মুকসুদপুর প্রতিদিন, এবং আলোচিত বার্তা। সভাপতি আলোকিত গোপালগঞ্জ

প্রতিবেদক, মোঃ রফিকুল ইসলাম ঃ
কিছু মানুষের সাথে পরিচয় হলেই মনে হয় যে তার সাথে জনম জনমের পরিচয়।
জন্মান্তরের আপন সে। সে-ই বন্ধু সে-ই হৃদয়ে আসন গেড়ে বসে আছে। আমার এই ছোট্ট জীবনে খন্দকার সালাউদ্দিন রানা ভাই এমন একজন প্রিয়জন যার জন্ম না হলে আপন আলোয় উদ্ভাসিত একটি পদ্ম কি করে পৃথিবীর বুকে আলো ছড়ায় সেটা জানা হতোনা। নিতান্তই নিরীহ বাবার ঘরের ছেলে খন্দকার সালাউদ্দিন রানা কিশোর বয়স থেকেই স্বপ্ন দেখতেন কিভাবে দরিদ্র মানুষের উপকার করা যায়। কিভাবে পৃথিবীর বুকে নিজের নাম টা স্থায়ীভাবে স্থান করে নেয়া যায়। মানুষ আস্তে আস্তে উপরের দিকে উঠে নিজ জন্মভূমিতে যে ভাল কাজ করতে না পারে সে কি করে পৃথিবীর বুকে স্থান পাবে?
বাবার বড় একটা পদ আছে বাবার কোন একটা প্রতিষ্ঠান আছে সেখানে নির্বাহী সম্পাদক হওয়াটা কোন গৌরবের নয়। কিন্তু নিজ যোগ্যতা বলে একটা পত্রিকার নির্বাহী সম্পাদক হওয়া টা অবশ্যই জীবনের জন্য বিশেষ কিছু বয়ে আনে।
দরিদ্র মানুষের উপকার করার ইচ্ছা থেকেই তিনি নিজের উদ্যোগে গড়ে তোলেন "আলোকিত গোপালগঞ্জ"- নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
যেটা শুরু থেকেই মানুষের সেবা করে আসছে। তিনি আলোকিত গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি।
আজ এই মহামানবের শুভ জন্মদিন।
এই মহান দিনে আপনাকে জানাই অন্তরের অন্তস্থল থেকে বন্ধুত্বের ভালোবাসা ভাতৃত্বের বন্ধন ও কোকিলের কুহু ডাকের মায়াবী স্পন্দন।
বিধাতার কাছে শুধু একটাই মিনতি আবার যদি কোন জনম থাকে সে জনমে যেন আপনাকে পাই কাছে।
ভালোবাসা নিরন্তর
প্রাণের ভাই আমার
প্রানের বন্ধু আমার